শ্রীপুরে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নাসির মন্ডল (৫০) নামে এক ব্যাক্তিকে নৃশংশভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী কুলফন বেগম জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তার স্বামী পাশের সোনাইকুন্ডি গ্রামের আজিজার-এর বাড়িতে পাওনা টাকা আনার উদ্দেশ্যে বাই সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। ফিরতে দেরী হওয়ায় সারা রাত বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও সে আর বাড়ি ফিরে আসেনি। আজ বুধবার সকাল ৯ টার দিকে আবার খোঁজাখুঁজি শুরু করলে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি মাঠের ভিতরে তার ক্ষতবক্ষিত লাশ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের ছেলে টুটুল মন্ডল বলেন, একই গ্রামের বাছেদ শেখ-এর সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি মামলায় তারা জমিটি পেয়ে গেলেও বেরোধী বাছেদ শেখ জোর করে তা দখলে রাখে। বাছেদ শেখই তার লোকজন দিয়ে তার পিতাকে হত্যা করেছে বলে টুটুল দাবি করেছেন। ঘটনার পরে বাছেদ শেখ ও তার বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।
নিহত নাসিরের মাথা ও মুখে অনেক কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে শাবল দিয়ে নৃশংশ ভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহতের অন্ডকোশের একটি বিচি দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
মাগুরা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারনেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বুধবার দুপুরে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। ময়না তদন্তের জন্য নিহতের লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments are Closed