Main Menu

গাজীপুর-৪ আলমের প্রার্থিতা বাতিল চেয়েছেন সিমিন হোসেন রিমি

আমাদেরগাজীপুর ডেস্ক:
গাজীপুর-৪ আসনে (কাপাসিয়া) স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি।

এই আবেদনের ওপর শুনানির জন্য বুধবার (২৭ ডিসেম্বর) দিন রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর, সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইয়াদনান রফিক ও সাফওয়ান করিম। আলম আহমেদের পক্ষে ছিলেন আইনজবী মনিরুজ্জামান আসাদ।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আলম আহমেদের আইনজবী মনিরুজ্জামান আসাদ জাগো নিউজকে বলেন, এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতের দেওয়া আদেশ স্থগিত চেয়েছেন তিনি। বিষয়টি বুধবার শুনানি হবে।

ঋণ খেলাপির অভিযোগে আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তিনি আপিল করেন, যা গত ১৩ ডিসেম্বর খারিজ হয়।

এর বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন আলম আহমেদ। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে ও প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন আলম আহমেদ, যা গত ১৯ ডিসেম্বর চেম্বার জজ আদালতে শুনানির জন্য ওঠে।

ওইদিন শুনানি নিয়ে চেম্বার আদালত আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এতে তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়।

পরে গত ১৯ ডিসেম্বর চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন নৌকার প্রার্থী সিমিন হোসেন।

এ বিষয়ে আইনজীবী ইয়াদনান রফিক বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে সিমিন হোসেনের করা আবেদনের ওপর বুধবার শুনানির জন্য দিন রেখেছেন আদালত।






Comments are Closed