গাজীপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত
সাইফুল ইসলাম খান, আমাদের গাজীপুর: সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা পর্যায়ে ১৪ টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ২ জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে। জেলার ১৪ টি শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে ২০২২ সালে স্বর্ণপদক প্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়েছে কালীগঞ্জের মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমবায় দিবসে উক্ত প্রতিষ্ঠানকে স্বর্ণপদক প্রদান করা হবে।
গাজীপুরের সমবায় বিভাগের উদ্যোগে আজ শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওয়াহিদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।অন্যদের মধ্যে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও সফল সমবায়ী, কালীগঞ্জের উলুখোলা মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের মি. সুরেন রিচার্ড গমেজ, নুফেল ইসলামী মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো: কামাল উদ্দিন প্রমুখ।
এসময় জেলা সমবায় সমিতি কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতি সদস্যদরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, গাজীপুরে ৩ হাজার সমবায় সমিতি রয়েছে। এছাড়াও এ সকল সমবায় সমিতির সদস্য রয়েছে চার (৪) লক্ষ। তাদের মধ্য থেকে এ বছর জেলা পর্যায়ে ১৪টি সমবায় সমিতিকে ও ২ জন সমবায়ীকে শ্রেষ্ঠ হওয়ার সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
Comments are Closed