কাপাসিয়ায় বেপরোয়া ট্রলির চাকায় পিষ্ট হয়ে কাঁচামাল ব্যবসায়ী নিহত
শামসুল হুদা লিটন:
কাপাসিয়া উপজেলার র্দূগাপুর ইউনিয়নের রানীগঞ্জ-ফুলবাড়ীয়া সড়কের গোসাইরগাঁও উত্তর পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় মাটি ভর্তি
বেপরোয়া ট্রলির চাকার নীচে পিষ্ট হয়ে কবির হোসেন শিকদার( ৫৬) নামে এক কাঁচামাল ব্যবসায়ী ঘটনা স্থলেই নিহত হয়েছেন।
নিহত কবির হোসেন উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের মরহুম আব্দুল জব্বার শিকদারের পুত্র।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, করির হোসেন গতকাল সোমবার ৪ টার দিকে রোজার কেনাকাটা করার জন্যে স্থানীয় রানীগঞ্জ বাজারে সড়কের পাশ দিয়ে পায়ে হেটে যাওযার পথে পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাটিভর্তি একটি ট্রলি আচমকা ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে যান। এ সময় দ্রুতগামী ট্রলটিি তার কোমড়ের উপর দিয়ে চলে যায় এবং রাস্তার পাশে সুপারি বাগান ভেদ করে একটি বাড়ির পাকা আঘাত হানে।
পরে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় কবির হোসেনকে কাপাসয়িা উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করনে। ঘাতক ট্রলিটি এখন থানা পুলিশের হেফাজতে রয়েছে। দূর্ঘটনার পরপরই ট্রলি চালক পালিয়ে যায়।
Comments are Closed