কাপাসিয়ায় ৯৯ ওয়ার্ড ও ১১ ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি গঠন
সাইফুল ইসলাম খান: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে দীর্ঘ একযুগ পর ৯৯ ওয়ার্ডে এবং ১১ ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সভায় ১১টি ইউনিয়নের ৯৯ ওয়ার্ডের নেতাকর্মীদের তালিকা চুড়ান্ত করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উপজেলার ঘাগটিয়ায় এক সপ্তাহে আগে শুরু হওয়া ইউনিয়ন সন্মেলনে ১১ ইউনিয়নের কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের তত্ত্বাবধানে বিএনপির স্থায়ি কমিটির সদস্য প্রয়াত সাবেক মন্ত্রী হান্নান শাহ্ বাসভবনের সামনে গতকাল বুধবার উপজেলার তরগাঁও ইউনিয়ন শাখার সম্মেলনের মাধ্যমে ১১ ইউনিয়নের কমিটি গঠন করা হয়। কাপাসিয়ায় বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নানের নেতৃত্বে গত তিন মাস যাবৎ গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকরা সভা করে তৃণমূলে নেতাকর্মীদের তালিকা চুড়ান্ত করে। গত ২২ মার্চ শুরু করে ১০টি ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার তরগাঁও ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে ১১টি ইউনিয়ন শাখার কমিটি সম্পন্ন হয়। এসকল ইউনিয়নের মধ্যে কাপাসিয়া ইউনিয়ন শাখার সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, দূর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি সোলায়মান মোল্লাহ, সাধারণ সম্পাদক মাসুম সরকার, চাঁদপুর ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলায়মান মোড়ল, কড়িহাতা ইউনিয়ন শাখার সভাপতি অ্যাড. লুতফর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সনমানিয়া ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদুজ্জামান সরকার তপন, সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার, ঘাগুটিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো: বজলুর রশিদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, বারিষাব ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কফিল উদ্দিন সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, টোক ইউনিয়ন শাখার সভাপতি আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল, সাধারণ সম্পাদক শামছুল হক রুকন, রায়েদ ইউনিয়ন শাখার সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, সিংহশ্রী ইউনিয়ন শাখার সভাপতি সাখাওয়াত হোসেন ভূইঁয়া মনসুর, সাধারণ সম্পাদক মোকসেদুল হক খান। এছাড়া তরগাঁও ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি বদরুজ্জামান জামান বেপারি ও সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান সোহাগ বেপারি নির্বাচিত হয়েছেন।
স্থানিয় বিএনপির কর্মী মঞ্জুর হোসেন মিলন জানায়, দীর্ঘদিন ধরে দলের যেসব সিনিয়র নেতা নিষ্ক্রিয় এমন নেতাদের সক্রিয় করছেন শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। নেতাকর্মীদের দূরত্ব কমানোর চেষ্টা করছেন তিনি। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা স্বত:স্ফূত সারা দিয়ে শাহ্ রিয়াজুল হান্নানের নেতৃত্বে দলীয় কার্যক্রম অংশ নিচ্ছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়ে সরকারের কাছ থেকে ন্যায্য দাবী আদায়ে যৌক্তিক আন্দোলন গড়ে তুলতে এই সাংগঠনিক তৎপরতা।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান বলেন, বিএনপির এই দূর্দিনে দলের ত্যাগী, নিবেদিত ও সক্রিয় ব্যক্তিরা ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিতে স্থান পেয়েছে। শাহ্ রিয়াজুল হান্নানের নেতৃত্বে কাপাসিয়া বিএনপি অনেকদূর এগিয়ে যাবে।
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু বলেন, কাপাসিয়া বিএনপি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নের্তৃত্বে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত। স্বেচ্চাচারী ক্ষমতাসীন আওয়ামীলীগের নির্বাচনের আগের রাতে ভোট দিয়ে ক্ষমতা দখলে রাখার বিরুদ্ধে এবং সুষ্ঠু নির্বাচনের দাবীতে আন্দোলন জোরদার করা হবে।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা জানান, ১১ ইউনিয়নে এবং ৯৯টি ওয়ার্ডে কমিটি গঠন করে। শাহ্ রিয়াজুল হান্নানের নেতৃত্বে কাপাসিয়ায় বিএনপি ঐক্যবদ্ধ। সহযোগী সংগঠনও সুসংগঠিত।
উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান বলেন, ইউনিয়ন আহবায়ক কমিটিতে স্থানীয় ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। দলের এই দুর্দিনে ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে সংগঠন শক্তিশালী হবে।
Comments are Closed