Main Menu

অভিশপ্ত করোনামুক্ত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় গাজীপুরে নববর্ষ বরণ

গাজীপুর প্রতিনিধি: করোনা মহামারির ভয়াবহ সংকটের মধ্যে বিদায় নিয়েছে ২০২১। ওমিক্রণ দাপট আতঙ্ক নিয়েই নতুন ২০২২ সালের শুরু। করোনামুক্ত বিশে^র প্রত্যাশায় স্বাগত জানানো হয় খ্রিষ্ট্রীয় ইংরেজী নববর্ষকে। ‘‘বৈষম্যমুক্ত উন্নত বাংলাদেশ চাই- স্বাভাবিক জীবনে ফিরতে চাই’’ শীর্ষক আলোচনা সভায় অতিথি ছিলেন গাজীপুর জেলা সিপিবি’র সভাপতি কমরেড জয়নাল আবেদীন খান।
গতকাল ১ জানুয়ারি দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলনের সভাপতিত্বে সভায় বক্তারা নতুন বছর বিশ^ব্যাপী সুশাসন মানবাধিকার পারিবারিক ও সামাজিক নিরাপত্তার প্রত্যাশার কথা তুরে ধরেন। সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা কমিউনিস্ট পার্টির সদস্য দুলাল সিকদার, সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রবিন, যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, মো. হাসান আলী, আবুল হোসেন সবুজ, গোলাম রাব্বী, মো: শিব্বির হোসাইন সোহাগ, জাহিদ হাসান ভূঁইয়া ও মোহাম্মদ রবিউল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি কমরেড জয়নাল আবেদীন খান বলেন, বৈষম্যের কারণে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র মানবাধিকার লঙ্গিত। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রয়োজন। স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় ২০২২ সালে সকলকে ধন্যবাদ জানান।






Comments are Closed