কাপাসিয়ায় পূবালী ব্যাংক উদ্বোধন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): পূবালী ব্যাংক লিমিটেড কাপাসিয়া শাখার উদ্বোধন করা হয়েছে। ২৩ ডিসেম্বর দুপুরে রোববার উপজেলা রোড সাহা সেন্টারে ৪৭০ তম শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী।
গাজীপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এ জলিল সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা উত্তর অঞ্চলের প্রধান মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, কাপাসিয়া শাখা ব্যবস্থাপক মো: কামরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি শফিউল আলম বলেন, আমাদের ব্যাংকের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ১১৫৯ সালে চট্রগ্রাম থেকে যাত্রা শুরু করে এখন পর্যন্ত টিকে আছে। আমাদের অনলাইন সেবা গ্রাহকের কোন চার্জ দিতে হয় না। সততা ও আধুনিক ব্যাংকিং কার্যক্রমে আমরা এগিয়ে রয়েছি। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আপনাদের সহযাত্রী হতে চাই।
Comments are Closed