কৃষক শ্রমিকের মুখে মুখে (সিপিবি’র) কাস্তে মার্কার মানবেন্দ্র দেব
সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে প্রচারণায় নেমেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) প্রার্থী মানবেন্দ্র দেব।
গেলো দুদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও শীত উপেক্ষা করে তিনি সকাল থেকে কাস্তে প্রতীকে ভোট প্রার্থনায় গণসংযোগ রয়েছেন প্রতিটি এলাকায়।
তিনি কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে কাপাসিয়া বাজারে, পানবড়াইদ গ্রাম, চাঁদপুর বাজার, দূর্গাপুর, রাণীগঞ্জ বাজার, নলিপলাশ এলাকায় গণসংযোগ করেন। ভিশন মুক্তিযুদ্ধ একাত্তরের কথা বলে তিনি কাস্তে মার্কায় ভোট চাইছেন।
তরুণ বামপন্থি রাজনীতিক মানবেন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকারের বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের ঘটনায় কারাবন্দি হয়েছিলেন। পরে তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
মানবেন্দ্র দেব বলেন, কাপাসিয়ার লাল মাটির সন্তান হিসেবে এখানকার মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। তাই ভোটের মাঠে নেমেছি। সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ নিশ্চয় কাস্তে মার্কায় ভোট দিয়ে জয় করবে বলে তা আমি বিশ^াস করি।
তিনি আরও বলেন, মানুষ নিরপেক্ষ ভোট প্রত্যাশা করছে। ভোট নিরপেক্ষভাবে হলে কাস্তে মার্কায় পক্ষেই মানুষ রায় দেবে।
Comments are Closed