গাজীপুর-৪ (কাপাসিয়া) বিএনপি’র প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নানের পক্ষে গাজীপুর মহিলাদলের গণসংযোগ
সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান গতকাল বুধবার সকাল থেকে উপজেলার চাঁদপুর, কাপাসিয়া এবং ঘাগটিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছে। বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান সকাল ১০টার দিকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সাথে নিয়ে বিভিন্ন বাজারের দোকানী, পথচারী ও যানবাহনের যাত্রী সাধারণের কাছে ধানের শীষ মার্কার প্রচার পত্র বিতরণ করেন। এ সময় বিএনপি দলীয় সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।
এছাড়া হান্নান শাহ্’র পুত্র শাহ্ রিয়াজুল হান্নানের পক্ষে গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসির নেতৃত্বে উপজেলার চাঁদপুর ও দূর্গাপুর ইউনিয়নের ইউনুছ মার্কেট, কামড়া মাশক, ঘাটকুড়ি, কোটবাজালিয়া, বলখেলা বাজার, বরুন বাজারসহ মেইন রোডে বিভিন্ন দোকানী, পথচারী, ক্রেতা-বিক্রেতা ও যানবাহনে যাত্রী সাধারণের মাঝে ধানের শীষের মার্কা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দল নেত্রী নাজনীন, লাভলী, ঝরনা, রাণী, মারজিয়া প্রমূখ। গণসংযোগ চলাকালে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ ইউনুছ আলী মোল্ল্যা, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ ইসমাইল হোসেন সরকার সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
আওয়ামীলীগ বিএনপি’র প্রার্থী ছাড়াও নির্বাচনী মাঠে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) মানবেন্দ্র দেব (কাস্তে মার্কা), জাকের পার্টি’র জুয়েল কবির (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নুরুল ইসলাম সরকার (হাত পাখা), মার্কা নিয়ে কাপাসিয়া সদরে ব্যাপক প্রচার চালাতে দেখা গেছে।
Comments are Closed