কাপাসিয়ায় তিন প্রার্থীর ব্যাপক প্রচারণায় রয়েছে
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে আওয়ামীলীগ, বিএনপি ও সিপিবি প্রার্থীর গণসংযোগ ও পথ সভায় সরগরম হয়ে উঠেছে গাজীপুর-৪ কাপাসিয়া। বুধবার ও বৃস্পতিবার উপজেলার টোক, রায়েদ, সনমানিয়া, ঘাগটিয়া ইউনিয়নের শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আওয়ামীলীগের প্রার্থী সিমিন হোসেন রিমি প্রচারণার কার্যক্রমে নেমেছেন। পরে তিনি লোহাদী, বারাব, ডাওরা, বারাব ও কীর্তুনিয়া গ্রামে পৃথক পৃথক পথসভা ও কর্মী সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, এই বারিষাব ইউনিয়নে কোন বাড়িতে বিদ্যুৎ ছিল না এখন ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে। এই সরকারের উন্নয়ন ধরে রাখতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভুইয়া প্রমূখ।
অপরদিকে উপজেলার সাফাইশ্রীর দলীয় কার্যালয় থেকে বিএনপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন। তিনি দিনব্যাপি কাপাসিয়া বাজারের দোকানে দোকানে লিফলেট বিতরণ করে তাকে বিজয়ী করার আহবান জানান। তিনি বলেন, এই নির্বাচন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন, সুষ্ঠ ভোট হলে আমরা বিজয়ী হব ইনশাল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাবেক সভাপতি ফ.ম এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদল সভাপতি কবির হোমেসন প্রমূখ।
অন্য দিকে উপজেলায় প্রচারাণায় রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সপিবি’র) প্রার্থী মানবেন্দ্র দেব। উপজেলার টোক, রায়েদ, আমরাইদ, বেলাশি, রায়নান্দা ও নাকাশীণী এলাকায় বাড়ি বাড়ি গণসংযোগ করেছেন।
Comments are Closed