কাপাসিয়ায় ডায়মন্ড লাইফ অফিস উদ্বোধন
সাইদুল ইসলাম রনি,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়া কলেজ রোডে গতকাল রোববার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ‘ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী’র অফিস উদ্বোধন করেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) হুমায়ূন কবির।
কাপাসিয়া শাখার ইনচার্জ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানীর এ এম ডি রফিকুল ইসলাম রফিক, এ এম ডি অরুণ বিশ^াস, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন শেখ, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাংবাদিক সফিকুল আলম সবুজ, অফিস কো-অর্ডিনেটর শাহ্জাহান প্রমূখ কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী ও প্রায় অর্ধশতাধিক গ্রাহকের উপস্থিতিতে। সম্প্রতি ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী কাপাসিয়ায় মাঠ পর্যায়ে বীমা গ্রাহক সংগ্রহে ব্যাপক সারা জাগিয়েছেন এবং আগামীতে তারা কাঙ্খিত সাফল্য অর্জন করবেন বলে কর্মকর্তারা জানান।
Comments are Closed