Main Menu

কাপাসিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কাপাসিয়ায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, বৃক্ষরোপন, আলোচনা সভা ও সফল সমবায়ীদের পুরস্কার বিতরণ।

রোববার সকালে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে ‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’-এ প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
kapasia somu bay news 25.11.2018 pic2
এ সময় জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মধা’র সভাপতিত্বে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা।

কামাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, অধ্যক্ষ তাজউদ্দিন আহম্মদ, শিক্ষক অলিউল্লাহ, সাংবাদিক নুরুল আমীন সিকদার, বাজার ব্যবসায়ী আলাউদ্দিন শেখ, সমবায়ী চন্দন রক্ষিত, খাদিজা খানম প্রমুখ। সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সংগঠনের সদস্যবৃন্দ, সুশীলসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতির ও সমবায়ীদের কাজের জন্য বিশেষ সম্মননা স্মারক প্রদান করা হয়।






Comments are Closed