গাজীপুর-৪(কাপাসিয়া) – মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপিসহ ৩ দল
সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ. স. ম. হান্নান শাহ্’র ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ২০ নভেম্বর বিকালে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোসা: ইসমত আরা’র কাছ থেকে মনোনয়পত্র সংগ্রহ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি আনিসুর রহমান সুমন ও উপজেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি নেতা সাবেক কপাসিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, দূর্গাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোলাইমান মোল্লা, নাশেরা সরকারি.প্রা.বি. প্রাক্তন শিক্ষক মীর হাবীবুর রহমান, জেলা যুবদলের নেতা মীর মাহমুদুল হাসান মাসুম, উপজেলা ছাত্রদল সহ সভাপতি শিভলু আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ শফিউল্লাহসহ গাজীপুর জেলা ও উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, জাকের পার্টি থেকে জুয়েল কবির ও স্বতন্ত্র পার্থী থেকে মনির হোসেন।
Comments are Closed