Main Menu

কাপাসিয়ায় সিপিবি’র মনোনয়ন পেলেন মানবেন্দ্র দেব

সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ১৯৭,গাজীপুর-৪(কাপাসিয়া) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দলীয় মনোনয়ন পেয়েছেন মানবেন্দ্র দেব। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাবেক কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কাপাসিয়ার কৃতি সন্তান।

কাপাসিয়া উপজেলা সিপিবি’র নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শুক্রবার বিকালে সংগঠনের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মানবেন্দ্র দেব এর হাতে মনোনয়ন পত্র তুলে দেন। বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও সিপিবি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ আসনে আওয়ামীলীগ থেকে প্রতিদ্বন্দিতার দলীয় ফরম (মনোনয়ন পত্র) সংগ্রহ করেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমদ কন্যা সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, কেন্দ্রীয় কৃষক লীগ কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কৃষক লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আলম আহমদ, জাতীয় শ্রমিক লীগ সহ সভাপতি হাবিবুর রহমান আকন্দ

বিএনপি থেকে প্রয়াত আ স ম হান্নান শাহ্ এর ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, প্রয়াত এড. বজলুল হকের ছেলে এড. মোহাম্মদ সারোয়ার দলীয় ফরম (মনোনয়ন পত্র) সংগ্রহ করে।

জাতীয় পার্টি (জাপা) থেকে কেন্দ্রীয় নেতা আনোয়ারা কবির ও কাপাসিয়া ছাত্র সমাজের সাবেক সভাপতি মোশারফ হোসেন জয়।






Comments are Closed