Main Menu

কাপাসিয়ায় শিশুদের মাঝে মেধাবৃত্তি প্রদান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরে রাজউক ক্যাডেট একাডেমি উদ্বোগে ০৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে আন্ত: স্কুল রাণীগঞ্জ প্রি-ক্যাডেট একাডেমিতে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে ১৪ জন ট্যালেন্টপুল শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

রাণীগঞ্জ প্রি-ক্যাডেট একাডেমির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: ফজলুল হক খান সভাপতিত্বে বক্তব্য রাখেন রাণীগঞ্জ বাজার বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ, বিশিষ্ট সমাজ সেবক সফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক সাইদুল ইসলাম রনি, সহ শিক্ষক তোফাজ্জল হোসেন, মো: মনোয়ার হোসেন মনির, মাহমুদা সুলতানা, সুমি আক্তার, ছুমাইয়া আক্তার, মাকসুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও গতবছর পিইসি কৃতী শিক্ষার্থী হাবীবা ইসলাম (এশামনি)কে গোল্ড মেডেল বিতরণ করেছেন।

মো: ফজলুল হক খান বলেন, নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয় ছাড়া শুধু মেধাবী কিংবা মেধা দিয়ে সুস্থ জাতি গঠন করা সম্ভব নয়। আর তাই ছাত্র-ছাত্রীদের অবশ্যই মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের শিক্ষা দিতে হবে।

আবু হানিফ বলেন, মেধাবৃত্তি পরীক্ষার প্রশংসা করে শিক্ষার প্রসারে গাজীপুরে রাজউক ক্যাডেট একাডেমি কাপাসিয়া প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। একাডেমির পক্ষ থেকে প্রতিবছর মেধাবৃত্তির পাশাপাশি বিভিন্ন স্কুল পর্যায়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অনুদান এবং সমাজসেবামূলক কাজেও এই একাডেমি কাজ করে যাচ্ছে।

বিশিষ্ট সমাজ সেবক সফিকুল ইসলাম বলেন, বৃত্তি মানে স্বীকৃতি, ‘বৃত্তি’কে অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবেনা। বৃত্তির মাধ্যমে শিশুর সম্ভাবনাময় প্রতিভার মূল্যায়ন হয়। আদর্শ জাতি গঠনে যুগ উপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও অত্যাবশ্যক।






Comments are Closed