উদীচী শিল্পীগোষ্ঠী সুবর্ণ জয়ন্তী – কাপাসিয়ায় ৪গুণীজনকে সম্মাননা প্রদান
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): ‘আঁধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো’ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ৪গুণীজনকে সম্মাননা প্রদান করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা। সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করেন সংগঠনটির জেলা সংসদের সভাপতি ডা. রতিশ কুমার দেব নাথ।
২৯ অক্টোবর সোমবার বিকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা আনন্দ শোভা যাত্রা, কবিতা আবৃতি, গুণীজনদের সম্মাননা, জাতীয় সংগীত ও দলীয় সংগীতের পরিবেশন করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভেতর দিয়ে তাদের পথচলার ৫০ বছর পার করল সংগঠনটি। গৌরবোজ্জ্বল এ পঞ্চাশ বছরকে স্মরণীয় করার লক্ষে এ আয়োজন।
অনুষ্ঠানে উদীচীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অধ্যাপক রবীন্দ্র কুমার বকসী, প্রয়াত হাবীব উদ্দিন খান বাচ্চু, মো: মুজিবুর রহমান, মো: সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
উদীচীর কাপাসিয়া শাখার সহ সভাপতি মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও ছাত্র ইউনিয়ন সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, উদীচী কাপাসিয়ার শাখার সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার, ছাত্র ইউনিয়ন নেতা দীপক শীল, শ্রমিক লীগ নেতা জালাল উদ্দিন, শিক্ষক নেতা আশরাফুল আলম খান, সাংবাদিক মনজুরুল হক, সাংবাদিক সাইদুল ইসলাম রনি, সাংবাদিক শরিফ সিকদার, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম, শ্যামল চন্দ্র দাস, চম্পারাণী দাস, মতিউর রহমান, তৌহিদ হোসেন মিন্টু, আইনউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন। উদীচী ৬৮, ৬৯, ৭০, ৭১ সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে তোলে সাংস্কৃতিক সংগ্রাম। এ সংগ্রাম গ্রাম-বাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে। দেশের সকল গণতান্ত্রিক, মৌলবাদবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে এ সংগঠন বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে সারাদেশে উদীচীর তিন শতাধিক শাখা রয়েছে। দেশের বাইরেও ছয়টি দেশে শাখা রয়েছে উদীচীর। ২০১৩ সালে এই সংঠনটি দেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করে।
Comments are Closed