স্কুল সরকারি হওয়ায় রিমি এমপিকে সংবর্ধনা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণ হওয়ায় কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের পক্ষ থেকে গত ২৮ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় স্কুল মাঠে আ.লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, লেখক ও সমাজকর্মী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আ.লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জান আসাদ, প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল কাইয়ুম ভূঁইয়া, সুফিয়া বেগম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের পূর্বে তিনি হরিমঞ্জুরি সরকারি বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের এক তলা ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
সিমিন হোসেন রিমি বলেন, বই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই পড়তে হবে। একটা বই পাওয়ার জন্য আমরা ছুটতাম এখন শিক্ষার্থীদের নিকট তা দেখা যায় না। প্রধানমন্ত্রী স্বপ্নকে পরিকল্পনায় রূপ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
Comments are Closed