Main Menu

জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ উদ্বোধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া উপজেলার সাড়ে চার লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতাল হচ্ছে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া। এর সঙ্গে যোগ হতে যাচ্ছে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ। ২৭ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমির ঐকান্তিক প্রচেষ্টায় কাপাসিয়া নার্সিং কলেজটি প্রতিষ্ঠা করা হয়।
kapasia nursing collage news 26.10.2018 pic2
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (ভারপ্রাপ্ত সচিব) জি. এম. সালেহ উদ্দিন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা সিকদার (অতিরিক্ত সচিব), গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ূন কবীর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুস সালাম সরকার বলেন, নার্সিং কলেজের কার্যক্রম ২৭ অক্টোবর উদ্বোধন হবে। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।






Comments are Closed