কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
সাইদুল ইসলাম রনি,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি):
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: ইসমত আরা ২২ অক্টোবর সোমবার বেলা ১টায় কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে ঊপজেলা পরিষদের সভা কক্ষে মতবিনিময় করেন। তিনি ৩০ তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। কাপাসিয়া উপজেলায় প্রথম নারী নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোসা: ইসমত আরা যোগদান করেছেন।
এর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও গাজীপুর জেলা প্রসাশকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সুন্দর ও পরিচ্ছন্ন কাপাসিয়া উপজেলা গড়তে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় নবাগত ইউএনওকে ধন্যবাদ জানান সাংবাদিকরা।
মতবিনিময় সভায় কাপাসিয়া উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করা, মাদক নিরসনে জিরো টলারেন্স নীতি অনুসরণ, শিক্ষার গুণগত মানবৃদ্ধি এবং সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সহ কাপাসিয়ার জনপদের বিভিন্ন সমস্যা তুলে ধরার হয়।
মহান নেতা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের পূর্ণভূমিতে মুক্তিযোদ্ধাদের ই সেবা কেন্দ্রের মাধ্যমে ননস্টপ সার্ভিস চালু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর কাউকে দেখা বা ধরা হলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাম চলে আসে।
নবাগত (ইউএনও) আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা জানেন কোথায় কি হয়। সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচী বাস্তবায়ন করা উপজেলা নির্বাহী অফিসারের প্রধান দায়িত্ব। সমাজের নানা অনিয়ম ও বিধি বহির্ভূত কর্মকান্ড সহ আইন-শৃঙ্খলার বিষয়টিও দেখভাল করতে হয়। সুষ্ঠভাবে দায়িত্ব পালনের স্বার্থে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সাংবাদিকরা তাদের বক্তব্যে কাপাসিয়া উপজেলার বিভিন্ন সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দেশের উন্নয়নে সাংবাদিক ও সংবাদপত্রের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ন। একমাত্র সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষ প্রকৃত ঘটনা জানতে পারে এবং তা সঠিক ও আমি বিশ্বাস করি। কাপাসিয়ায় উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি।
এই সময় সাংবাদিক মুহম্মদ শহীদুল্লাহ, এফ এম কামাল হোসেন, সঞ্জিব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, শামসুল হুদা লিটন, নুরুল আমীন সিকদার, জাকির হোসেন কামাল, আসাদুজ্জামান সাদ, সমির বণিক, শাকিল হাসান, মজিবুর রহমান, সফিউদ্দিন জিনাহ্, সাইদুল ইসলাম রনি, আকরাম হোসেন রিপন, শরিফ সিকদার আসাদুল্লাহ মাসুম, হিরনসহ প্রিন্ট মিডিয়া, ইলেক্টনিক মিডিয়ার ও অনলাইনের কর্মরত ২৬ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
অপর দিকে বিকাল ২টা ৩০মি. কাপাসিয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে সদ্য যোগদানকৃত ইউএনও মতবিনিময় এবং মুক্তিযোদ্ধাদের ই সেবা কেন্দ্রের মাধ্যমে ননস্টপ সার্ভিস চালু করার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন, আবুল হোসেন প্রমুখ।
Comments are Closed