কাপাসিয়ায় বিজয়া দশমী পালিত ও প্রতিমা বিসর্জন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরের কাপাসিয়া সদরে গত ২০ অক্টোবর সকালে প্রায় দেড়শত বছর পুরানো ঐতিহ্য বাহী বলদা ঘাটে শীতলক্ষ্যা নদীর ঘাটে বিজয়া দশমী প্রতিমা বিসর্জন দেয়া হয়। গত কয়েক দিন ৬ষ্ঠ, সপ্তমি, অষ্ঠমী, নবমী, দশমীতে ছিল নানা রঙের নতুন পোশাক পরা অসংখ্য মানুষের ভির ছিল সারা দিন। দেবারতির মন্ত্রোচ্চারণ, ঢাকঢোল, শঙ্খ ও কাঁসার ধ্বনিতে মুখরিত ছির মন্ডপগুলো। সন্ধ্যায় মন্ডবগুলো আলাদা মাত্রায় আলোকসজ্জা ছিল চোখে পরার মতো।
আনুষ্ঠিক ভাবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হল হিন্দু ধর্মের সবচেয়ে বড় শারদীয় দূর্গাপূজা। সপ্তমির পূজসামন্ডব পরিরদর্শনে অনুষ্ঠানে সংষ্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি ছিলেন। প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসমত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহিদুল্লাহ, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইন্সপেক্টর অপারেশন মনিরুজ্জামান খান, এস আই দুল্লাল হোসেন, চিত্তরঞ্জন সাহা, চন্দন রক্ষিত প্রমুখ।
Comments are Closed