Main Menu

কাপাসিয়ায় উন্নয়ন মেলা উদ্বোধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): ‘উন্নয়ন অভিযাত্রায় অধম্য বাংলাদেশ’ স্লোগানে সারাদেশের মতো কাপাসিয়ায় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ৪ অক্টোবর বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-৪(কাপাসিয়া) সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সিমিন হোসেন রিমি বলেন, বর্তমান সরকার উন্নয়ন মেলার মাধ্যমে অমিত সম্ভাবনা, কাংক্ষিত অর্জন এবং আগামীর বাংলাদেশের পারিকল্পনা পৌচ্ছে দিতে সক্ষম হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল সংগঠনের প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিতে এমপি সিমিন হোসেন রিমি, উপজেলা নির্বাহী অফিসার মো: মাকছুদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নীলিমা রায়হান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতারা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

আগামী ৬ অক্টোবর ৩ দিন উন্নয়ন মেলা চলবে উপজেলা চত্বর বালুর মাঠে। মেলা উপলক্ষ্যে সরকারি-আধা সরকারি ৩০টি সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে।

মেলায় চিকিৎসা স্টল, আইসিটি স্টল, নার্সারি, পিঠা, বাঁশ-বেত সামগ্রী, হস্তশিল্পসহ বিভিন্ন পণ্য স্টালগুলোতে স্থান পায়। এ কয়দিন মেলা উপলক্ষে শহরে মাইকে প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন।






Comments are Closed