Main Menu

কাপাসিয়ায় বিশ্ব প্রবীণ দিবস পালিত

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া উপজেলা ইউনিটের উদ্যোগে প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্দ্যক্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বিকালে উজলী দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও আব্দুল আলী সেবাশ্রম এ অনুষ্ঠান হয়।

উজলী দিগীরপাড় আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মাও: আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া উপজেলা ইউনিটের আহবায়ক নুরুল আমীন সিকদার, সদস্য আসাদুল্লাহ মাসুম, সাইদুল ইসলাম রনি, প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন প্রমূখ। আব্দুল আলী সেবশ্েরম  প্রবীণদের সাথে মতবিনিময় করা হয়। এসময় বৃদ্ধা আমেনা(৯০), হাজেরা(৮০), হেলেনা(৫০) করফুল নেসা(৮৫), তাদের নানা বিষয়ে তুলে ধরেন। সকালে আব্দুল আলী সেবা শ্রমের প্রতিষ্ঠাতা ড. শাহজাহান কবির  তাদের সাথে কৌশল বিনিময় করেন। অপর দিকে দুপুরে টোক ইউনিয়ন প্রবীন কল্যাণ সংঘের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন তাজ উদ্দিন মাস্টার।






Comments are Closed