Main Menu

কাপাসিয়ায় ডায়াবেটিস ও চিকিৎসা সেবা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া উপজেলায় ডায়াবেটিক সমিতির উদ্দ্যেগে ওরিয়ন ফার্মা লিঃ এর সহযোগিতায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ডায়াবেটিস ও চিকিৎসা সেবা দেওয়া হয়। ২৯ সেপ্টেম্বর  দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আ.লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, ইঞ্জি. হামিদুল হক, ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম, জেলা পরিষদ সদস্য আতিকুল ইসলাম রিংকু, ডাক্তার জুলকার নাঈম ইবনে নোমান, তাসমিয়া উলফাৎ মিসু, ডেন্টিস এমদাদুল হক, তোফায়েল আহমেদ তোফাজ্জল প্রমুখ।

সিমিন হোসেন রিমি বলেন, অসহায় ও হত দরিদ্রদেও জন্য পরামর্শক নিয়োগ করে প্রকৃত চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন। বর্তমান সরকার চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কাপাসিয়া উপজেলায় ৪ হাজার স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে ৫ বছর বিনা মূল্যে চিকিৎসা  সেবা পাবে।

উপজেলা ডায়াবেটিক সমিতির চীফ মেডিকেল ও এক্সিকিউটিভ অফিসার ডাক্তার যুলকারনাইম জানান, ৫০০জন রোগিকে ডায়াবেটিস, গাইনী, চর্ম ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা দেয়া হয়।






Comments are Closed