Main Menu

আইন ভঙ্গের অপরাধ – কাপাসিয়ায় ২ প্রতিষ্ঠানের জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া শহরের তরগাঁও মেডিক্যাল মোড়ে অভিযান চালিয়ে পাটজাত দ্রব্য মোড়কের বাধ্যতামূল্যক ব্যবহার আইন ভঙ্গের অপরাধে স্থানীয় ২ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা ব্যবসায়ীকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার দুপুরে অভিযান চালিয়ে এ  জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা।

উপজেলা ভূমি অফিসের নাজির সুমন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পাটজাত মোড়ক ব্যতীত পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে নাইমা স্টোরের বাবুল মিয়াকে ৩০০০ হাজার টাকা ও আদিয়ান এন্টারপ্রাইজের আব্দুল মালেককে ৩০০০ হাজার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময়  উপস্থিত ছিলেন জেলা পাট অধিদপ্তর জেলা কর্মকর্তা ফাইজুল্লাহ, কাপাসিয়া থানার এস আই রাসেল কবির প্রমুখ।
উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী (২০১০এর ৫৩নং আইন) সংশোধিত বিধিমালা ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয় প্রকার দ্রব্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক দিয়ে মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে।






Comments are Closed