প্রবীণ আ.লীগ নেতা নঈম উদ্দিনের ইন্তেকাল
কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন জয়নারায়নপুর এলাকার আ.লীগ প্রবীণ নেতা নঈম উদ্দিন সরকার(৮৫) গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান তাঁর ছেলে আনোয়ার হোসেন বিএসসি। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখার সংগীত শিক্ষক মোজ্জামেল হকের পিতা।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ সহ সভাপতি এসএম আকবর আলী চৌধুরী, রাজাবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: ফারুক হোসেন, ইউপি সদস্য আ. রউফ, সাবেক মেম্বার মাহবুবুর রহমান, ১নং ওয়াড মেম্বার মিজানুর রহমান নিহার, এড. আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
« আইন ভঙ্গের অপরাধ – কাপাসিয়ায় ২ প্রতিষ্ঠানের জরিমানা (Previous News)
(Next News) আইন ভঙ্গের অপরাধ – কাপাসিয়ায় ২ প্রতিষ্ঠানের জরিমানা »
Comments are Closed