কাপাসিয়ায় ২জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে কাপাসিয়া উপজেলায় পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি ও হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাহমুদুল হাসান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে। কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান আজ ১৭ সেপ্টেম্বর সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন বোর্ড সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আব্দুর রহিম প্রমূখ।
নির্বাচিত ওই ২ শিক্ষক আগামী ২০ সেপ্টেম্বর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণ করবে।
মোছলিমা আক্তার ১৯৯৮ সালে পাক বাঘিয়া সরকারী প্রাঃ বিঃ সহকারী শিক্ষক পদে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০৯ সালে পাবুর সরকারী প্রাঃ বিঃ প্রধান শিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
মোঃ মাহমুদুল হাসান ২০০৯ সালে গাওরার সরকারি প্রাঃ বিঃ সহকারী শিক্ষক শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০১২ সালে হরিমঞ্জুরী সরকারি প্রাঃ বিঃ সহকারী শিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে করছেন।
Comments are Closed