Main Menu

কাপাসিয়ায় বিএনপির ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার-৪

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরে গত সোমবার বিএনপির কেন্দ্রীয় কর্মসুচী পালনকালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা বিএনপি নেতা প্রয়াত  ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ এর ছেলে শাহ্ রিয়াজুল হান্নান ও গাজীপুর সিটি করর্পোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায়।

গাজীপুর ও কাপাসিয়ায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারে জেলা বিএনপি সহ সভাপতি আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিশর্ত মুক্তি ও তীব্র নিন্দা জানাচ্ছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অর্তকিত হামলা ও টিয়ারসেল নিক্ষেপ করে। আমি গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিশর্ত মুক্তি ও তীব্র নিন্দা জানাই।

দলের সহযোগী অংঙ্গসংগঠনের নেতারা বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির, দূর্গাপুর ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ ফকির তীব্র নিন্দা জানান এবং আরো গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিশর্ত মুক্তি দাবি করেন।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই কফিল উদ্দিন বলেন বিষস্ফোরক আইনে মামলা হয়েছে। (কাপাসিয়া থানা মামলা নং ২২ তারিখ ১১ সেপ্টেম্বর)।

কাপাসিয়ার ঘাগটিয়া চালাবাজার এলাকায় মঙ্গলবার ভোরে থানা পুলিশ ককটেল বিস্ফোরনের ঘটনায় বিএনপির ৩২ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ ঘাগটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোতামিয়াকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার প্রয়াত আ স ম হান্নান শাহ’র ছেলে বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান দলীয় এক কর্মসূচী পালনকালে গ্রেফতার হন। এর প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা ভোর ৫ টায় জরো হয়ে সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টি বিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বলে দাবি করে।

এ ঘটনায় কাপাসিয়া থানার এস আই দুলাল মিয়া বাদী হয়ে বিএনপি’র ৭২ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেছে বলে জানান।

পরিবারের দাবি তোতামিয়া একটি কাজে গত সোমবার দুপুর ৩ টার দিকে সিএনজি যোগে চালাবাজার আসছিল। সিএনজিটি দরগারটেক এলাকায় এলে পুলিশ তোতামিয়াকে আটক করে। কিন্তু পুলিশ আটকের পরের দিনের একটি ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়েছে বলে পরিবারের লোকজন জানায়।

অপর দিকে গ্রেফতারকৃত আসামীরা হলেন বিবাদীয়া গ্রামের জব্বার(৫৫), হারিয়াদী গ্রামের মৃত আ. সুবাহানের পুত্র মান্নান (৬৫), উলুসারা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে সুমন ভুট্টু(৩২)কে গাজাসগহ তাদের টোক ইউনিয়নের সালোয়ারটেকি এলাকার রবিনের দোকানের পিছন থেকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।






Comments are Closed