গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট
গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলা চ্যাম্পিয়ন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): ৪৭ তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ এর ফাইনাল খেলায় গাজীপুর জেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাপাসিয়া উপজেলার টোক সুরজবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। ১২ সেপ্টেম্বর দুপুরে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে কালিগঞ্জের বেরুয়া উচ্চ বিদ্যালয় কে ০-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল হোসেন, ,ক্রিড়া শিক্ষক সাবিনা বেগম প্রমূখ। প্রধান শিক্ষক দুলাল কবির জানান, টোক সুরজবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা বিগত ৩ বছর জেলার চ্যাম্পিয়ন হয়।
« কাপাসিয়ায় বজ্রপাতে নিহত-১ আহত-১৫ (Previous News)
(Next News) কাপাসিয়ায় সেচ্ছাসেবকলীগের সম্মেলণ অনুষ্ঠিত »
Comments are Closed