Main Menu

কাপাসিয়া নিরাপদ সড়কের দাবিতে আলোচনা সভা

কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): নিরাপদ সড়কের দাবিতে কাপাসিয়ায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৮ সেপ্টেম্বর সন্ধায় তরগাঁও রূপনগর পালকী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
জলসিড়ি এক্সপ্রেস (প্রা) লি এমডি মোশারফ হোসেনের খোকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি মুহম্মদ শহিদুল্লাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা জেলা বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদল্লাহ সদু, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুর কাদির ফকির, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আকরাম হোসেন খান প্রমুখ।

সিমিন হোসেন রিমি এমপি বলেন পরিবহনের চালকরা নিরাপদে যাত্রিদের গন্তব্যে পৌছে দিতে পারলে মানুষের দোয়া ও আল্লাহর নিকট থেকে প্রতিদান পাবে। আমাদের এলাকায় নয়টি পরিবহনের যানবাহন চলছে। প্রত্যেক পরিবহন যাত্রীদের নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে কাজ করলে যাত্রীরা অধিক নিরাপত্তার মাধ্যমে চলাচল করতে পারবে।






Comments are Closed