Main Menu

গাজীপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

সাইফুল ইসলাম খান: গাজীপুরে নবনিযুক্ত পুলিশ সুপার শামসুন্নাহারের পিপিএম সাংবাদিকদের মতবিনিময় করেছেন। ২৮ আগষ্ট দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের অর্ধশতাধিক গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় কালে নবনিযুক্ত পুলিশ সুপার গাজীপুর জেলায় জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার ঘোষনা দেন। তিনি পুলিশ বাহিনীর মাধ্যমে গাজীপুর জেলাকে মাদক, নারী ও শিশু নির্যাতন ও সন্ত্রাসমুক্ত জেলায় পরিনত করার প্রত্যয় ব্যাক্ত করেন। পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী, নারী ও শিশু নির্যাতনকারী ও সন্ত্রাসীদের প্রতি জেলার পুলিশ জিরো টলারেন্স দেখাবে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার আ: সবুরসহ জেলা পুলিশের কর্মকর্তারা।






Comments are Closed