কাপাসিয়ায় রাজনৈতিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময়
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগ, বিএনপি, গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গত তিনদিন উপজেলার বিভিন্ন স্থানে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদুল আজহার দিন গত ২২ আগস্ট বুধবার বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় উপদেষ্টা ও মরিয়ম গ্রুপের কর্নধার আলম আহমদ কাপাসিয়া ডিগ্রী কলেজ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। আইন উদ্দিন, মাহবুবুল আলম বাবলু, হাফিজুল হক চৌধুরি সাথে ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ঈদের দ্বিতীয় দিন (২৩ আগস্ট) বিকেলে সরকারি ডাকবাংলো ও দরদরিয়া নিজ বাড়িতে উপস্থিত দলীয় নেতাকর্মীদের ও সাধারণ জনতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। রিমি এমপির স্বামী মুশতাক হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ, মিজানুর রহমান, আসাদুজ্জামান সাথে ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার নিজ গ্রামে ঈদের নামাজ শেষে সাধারণ জনতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নূরে আলম সুমন, বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ার ছেলে শাহ্ রিয়াজুল হান্নান ঘাগটিয়ার নিজ বাড়িতে বিএনপি দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আজিজুর রহমান পেরা, খলিলুর রহমান সাখাওয়াত হোসেন সেলিম সাথে ছিলেন।
ঈদের দ্বিতীয় দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে কাপাসিয়া ও তরগাঁও এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সোহাগ বেপারী, বদরুজ্জামান, আজাহার সাথে ছিলেন।
ঈদের তৃতীয় দিন গণতন্ত্রী পার্টি প্রেসিডিয়াম সদস্য শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় প্রো-ভিসি ডা. শহিদুল্লাহ সিকদার কাপাসিয়ায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। বীরমুক্তিযোদ্ধা এম এ গণি, আব্দুল আলীম সাথে ছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনিবাহী কমিটির সাবেক সদস্য ও সুপ্রিম কোটের বিশিষ্ঠ আইন জীবি মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। বাংলাদেশ আওয়ামীলীগ গাজীপুর জেলা শাখার সহ সভাপতি এডভোকেট আমানত হোসেন খান। জাতীয় শ্রমিক লীগ কার্যকরি কমিটির সভাপতি হাবিবুর রহমান আকন্দ।
Comments are Closed