কাপাসিয়ায় বিএনপির নতুন কমিটির পাঁচ সদস্যদের পদত্যাগ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি):
নিয়মবহিভর্’ত ও ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠণের অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটির ৮সদস্যের মধ্যে ৫ সদস্যই পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে সনমানিয়া খোকা মার্কেট এলাকায় প্রতিবাদ সভা করে একযোগে পদত্যাগ করেছেন এবং মেয়াদ উর্ত্তীন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করেছেন।
সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সিরিাজ উদ্দিন বিএসসি জানান, ২০০৮সালে উপজেলা বিএনপির তিন বছর মেয়াদী কমিটি গঠিত হয়। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১১ সালে। মেয়দহীন ওই কমিটি কোন কমিটি ভাঙ্গা কিংবা নতুন কমিটি গঠণের ক্ষমতা রাখে না। তিনি বলেন, গেল ১৪ আগস্টে কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমসহ কয়েকজন নেতৃবৃন্দ বিএনপির নেতা শাহ মো. রিয়াজুল হান্নানের ঢাকার বাসায় বসে গঠণতন্ত্র না মেনে এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে আট সদস্যের সনমানিয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করেন।
পরে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নেবেন। নিয়মবহির্ভূতভাবে ওই কমিটি ঘোষণা করার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে খোকা মার্কেট এলাকায় সভা করেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রবীণ নেতা সিরাজ উদ্দিন বিএসসি, মোফাজ্জল হোসেন মেম্বার, সামছুল হুদা, সাদেকুর রহমান, তাজ উদ্দিন খান, কামাল হোসেন, জুয়েল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা বিএনপিকে (সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সেলিমসহ) কাপাসিয়ায় অবাঞ্চিত ঘোষণা করেন এবং নতুন কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেন। সাবেক কমিটির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি বরাবরও তাদের পদত্যাগপত্র জমা দেয়ার সিদ্ধান্ত নেন।
ইউনিয়ন বিএনপি কমিটির সাবেক কমিটির সভাপতি মো. মিজানুর রহমান বলেন, কোন কারণ ছাড়াই ২০১৬সালে গঠিত দুই বছর মেয়াদী সনমানিয়া ইউনিয়ন বিএনপির কমিটি ( মেয়াদ শেষ না হতেই) নতুন কমিটি গঠণ করা সঠিক হয়নি। অথচ মেয়াদহীন উপজেলা বিএনপির কমিটি গঠনের কোন খবর নেই। তারা ৫১সদস্যের কমিটির মেয়াদ শেষ না হওয়ার আগে পুরান কমিটি বহাল রাখারও দাবি জানিয়েছেন।
যারা পদত্যাগ করেছেন তারা হলেন-নতুন কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম তপন মেম্বার, সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন মেম্বার, মো. জয়নাল আবেদীন ও সামসুল হুদা এবং সহ-সাংগঠনিক সম্পাদ মো. ফোরকানুল ইসলাম মুকুল ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখওয়াত হোসেন সেলিম জানান, সাংগঠনিক প্রয়োজনেই আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। দ্রুত ওই ৭১সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পদবঞ্চিতদের কিছু ক্ষোভ থাকতেই পারে। ২০১৩সালে গঠিত তিনবছর মেয়াদী উপজেলা বিএনপি কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত ওই কমিটিই দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। উপজেলা কমিটি গঠণের দায়িত্ব জেলা কমিটির।
ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির (পদত্যাগ কারীর সদস্য) ও ৫ বার নির্বাচিত ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, টাকার বিনিময় ও অধিক তদবীরের মাধ্যমে এ কমিটি এসেছে। আমরা খালেদা ও তারেক জিয়ার রাজনীতি করি। কাপাসিয়া বিএনপি প্রবীণদের পরামর্শ নিয়ে কাজ করে না তাই দলের বেহাল দশা।
Comments are Closed