কাপাসিয়ায় প্রত্যয়ের ঈদ সামগ্রী বিতরণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের (ব্যাচ- ২০০৫) প্রাক্তন ছাত্রদের সামাজিক সংগঠন ‘প্রত্যয়’ এর উদ্যোগে ২১ আগষ্ট, মঙ্গলবার সকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ইমরান হোসেন শিশিরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও শিক্ষক আলহাজ¦ মোঃ আঃ সাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ও প্রাক্তন ছাত্র মোঃ সামসুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও সাংবাদিক এফ এম কামাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে শতাধিক বয়োবৃদ্ধ নারী-পুরুষ দুঃস্থ ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, লবন, তেল, চিনি, সেমাই, মসলা, সাবান সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Comments are Closed