Main Menu

কাপাসিয়া ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামী আল আমীন ওরুফে আাকরাম(২৩) কে গত রাতে পলাশ থানার আকরামের আত্মীয়র বাড়ী থেকে গ্রেফতার করেছে।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা বিবরণে জানাযায়, কাপাসিয়া উপজেলার বড়চালা গ্রামের কৃষক আলী আকবরের কন্যাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে অভিযোগ আলী আকবরের স্ত্রী।
গ্রেফতারকৃত আল আমীন পার্শবর্তী শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ ব্যাপারে কন্যার বাবা ৫ জনকে আসামী করে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। (মামলা নং ২১ তারিখ ১৪ আগস্ট ২০১৮)।
গ্রেফতারকৃত আকরামের পরিবার জানান, তাদের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। ধর্ষণ ও অপহরনের মত কোন ঘটনা ঘটেনি।






Comments are Closed