কাপাসিয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আয়োজনে মাসিক ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। ১৮ আগস্ট শনিবার বিকাল ৩ টায় হাসপাতাল সভা কক্ষে এ সভায় দৈনিক আজকালের খবরে সংবাদ ছাপার পর এ বিষয়ে জনবল নিয়োগের সিদ্বান্ত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় নেতা ও সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ওসি আবু বক্কর সিদ্দিক,মোহম্মদ আব্দুর রহিম, আ. হালিম খোকন, ডা. আবু হাসনাত মোস্তফা জামাল, রোকসানা পারভীন, নাজমা সুলতানা, আশরাফ হোসেন খান, বায়জিদ মোল্লা প্রমুখ।
সভায় হাসপাতালের জনবল সংকট, কমিউনিটি ক্লিনিক, পরিস্কার পরিচ্ছন্নতা, রোগীর সেবা পরিসংখ্যান, বেসরকারি হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্বান্ত হয়েছে।
সিমিন হোসেন রিমি সারা দেশে ৬ষ্ট স্থান অধিকার, হাসপাতালের রোগী বৃদ্বি, সেবা ও রাজস্ব বৃদ্বি পাওয়া হাসপাতের কর্মরত চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান সহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের কল্যানে সহযোগীতার আহবান জানান। বিশেষ করে কাপাসিয়া উপজেলার প্রতিটি লোককে দৈনিক ১ টাকা মানবকল্যাণে ব্যয় করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে হাসপাতালের স্টাফদের মাঝে লটারির মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ করেন।
Comments are Closed