Main Menu

এক যুগ পার হলেও জালাল হত্যার বিচার এখনো শেষ হয়নি

কাপাসিয়া যুবলীগ নেতা জালাল সরকারের মৃত্যু বার্ষিকী পালিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া উপজেলা যুবলীগ সভাপতি জালাল উদ্দিন সরকারের ১৫তম মৃত্যু বাষিকীতে ১৭ আগস্ট বিকেলে পাবুর সরকার বাড়ীতে আলোচলা ও মিল্লাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

হত্যা মামলায় ১১ জনের ফাঁসির রায় হয়েছে। হত্যার এক যুগ পার হলেও মামলাটির বিচার এখনো শেষ হয়নি। ফলে নিহতের স্বজনরা বিচার নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

তার বড় ভাই বাদল সরকার জানান, ২০০৩ সালের ১৭ আগস্ট গাজীপুরের কাপাসিয়া উপজেলার বলখেলা বাজার সংলগ্ন মাঠ প্রকাশ্য দিবালোকে উপজেলা যুবলীগের সভাপতি জালাল উদ্দিন সরকারকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ নভেম্বর গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া জালাল উদ্দিন সরকার হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দেন। মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেয়। নিহত জালাল উদ্দিন সরকারের বাবা আমজাদ হোসেন সরকার মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং দ্রুত এই রায় কার্যকরের দাবি জানান। এই ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন। পরে ২০০৪ সালের ২৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

দন্ডপ্রাপ্ত আসামিরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা হলেন-ফারুক হোসেন, বেলায়েত হোসেন বেল্টু, আবদুল আলিম, আতাউর, ফরহাদ, জয়নাল, জজ মিয়া, আলামিন, হালিম ফকির, জুয়েল, ও মাহবুবুর রহমান।

উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি মাহাবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান,নিহত জালালের বড় ভাই বাদল সরকার প্রমুখ।






Comments are Closed