নদীর নাব্যতা ফিরাতে কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি ) : নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষে নদী বাঁচাও দেশ বাঁচাও আহবানে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ^াস এন্টারপ্রাইজ গতকাল বুধবার দুপুর ১২ টায় কাপাসিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিশ^াস এন্টারপ্রাইজের পক্ষে এম এইচ নোমান বলেন, কাপাসিয়া ফকির মজনু শাহ সেতুর নিচের অংশ থেকে গোসিংগা রানীগঞ্জ এবং দস্যুনারায়ণপুর সাফাইশ্রী অংশে পলি ও দু পারের মাটি পড়ে নদী ভরাট হয়ে নদীর নাব্যতা আশংকাজনক ভাবে কমে যায় ও খর¯্রােতা শীতলক্ষা নদী আজ মৃত প্রায়। নদীর নাব্যতা বজায় রাখাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ জরুরি ভিত্তিতে ড্রেজিং এর জন্য বিশ^াস এন্টারপ্রাইজকে ঠিকাদারের মাধ্যমে কাজ করার অনুমোদন দিয়েছেন।
কাপাসিয়া প্রেস ক্লাব সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সহ সভাপতি সঞ্জিব কুমার দাস, সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক নুরুল আমীন সিকদার, শাকিল হাসান মোড়ল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
Comments are Closed