কাপাসিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি)ঃ কাপাসিয়া উপজেলায় ডায়াবেটিক সমিতির উদ্দ্যেগে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর সহযোগিতায় তরগাঁও ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ডায়াবেটিস ও চিকিৎসা সেবা দেওয়া হয়। ১৪ জুলাই দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ও বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় নেতা সিমিন হোসেন রিমি এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, ইউএনও মো. মাকছুদুল ইসলাম, ইঞ্জি. হামিদুল হক, চেয়াম্যান আইবুর রহমান সিকদার, ডাক্তার যুলকারনাইম ইবনে নোমান।
সিমিন হোসেন রিমি বলেন, সেবা কর এগিয়ে যাও বর্তমান সরকার চিকিৎসা সেবার মান বৃদ্দির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ডায়াবেটিস রোগটি নিরব ঘাতক। এ রোগ সম্পর্কে জানতে পারলে চিকিৎসা খুবই সহজ। এ রোগে স্মৃতি শক্তি লোপ পায়।
উপজেলা ডায়াবেটিক সমিতির চীফ মেডিকেল ও এক্সিকিউটিভ অফিসার ডাক্তার যুলকারনাইম জানান, ৩৫০জন রোগিকে ডায়াবেটিস, গাইনী, চর্ম ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা দেয়া হয়।
Comments are Closed