Main Menu

কাপাসিয়ার সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি ) ঃ স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ী যাওয়ার সময় ঢাকা কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া দিঘীরপার এলাকায় গতকাল বুধবার নান্দাইলগামী সিএনজিকে জলসিড়ি পরিবহন (নং ৫০৬৭) ধাক্কা দিলে আছিয়া (৩০) নামক এক নারীর মৃত্যু হয়। আছিয়া নান্দাইল গ্রামের আ. বাছেদের মেয়ে।
উপজেলার টোক ইউনিয়ন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আ. বাতেন বলেন, লাশ আমরাইদ সেবা হাসপাতালে রাখা হয়েছে। জলসিড়ি মালিক পক্ষ ও বাপের বাড়ীর লোকজন আসতেছে মিমাংসা হবে। কাপাসিয়া থানার এস আই সফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আছিয়ার বাপের বাড়ী পাবনা জেলায়। আছিয়া ও তাঁর স্বামী গাজীপুরে একটি গার্মেন্টেস চাকুরি করেন। বুধবার সকালে আছিয়া একটি যাত্রীবাহী সিএনজিতে বাপেরবাড়ী নান্দাইল যাওয়ার পথে সড়ক দুর্ঘনার কবলে পড়ে মৃত্যুবরণ করেন।






Comments are Closed