Main Menu

কাপাসিয়ায় ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি ) ঃ  ছেলের হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সম্মেলন করেছে সাবেক সরকারি কর্মকর্তা সমাজ কর্মী মো. শাহাবু্িদ্দন (৮০)। গতকাল শুক্রবার সকালে কাপাসিয়া প্রেসক্লাবে এ সম্মেলন হয়।

শাহাবুদ্দিন লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলে মো. মাহমুদ মন্জু , মাহমুদ জাহাঙ্গীর তাদের স্ত্রী সাজেদা বেগম রুমা, ফারজানা খানম বিথী ঢাকার উত্তরা ও গ্রামের বাড়ী কাপাসিয়ার লোহাদীর সম্পত্তির উপর লোভ করে আমাকে মানসিক অত্যাচার ও প্রাণনাসের হুমকি দেয়। তাদের সহযোগি খালেদ আবদুল্লাহ জনি, জানি আলম কনক। তারা অর্থ ও সম্পদ লোভী একটি সঙ্গবদ্ধ চক্র। এসব ঘটনার প্রেক্ষিতে আমি আদালতে আইনের আশ্রয় নিয়েছি। আমি একজন শান্তি প্রিয় মানুষ। এই বয়সে শান্তিতে বসবাস করতে চাই।

প্রেসক্লাব সহ সভাপতি সন্জিব কুমার দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন, সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আমীন সিকদার, শাকিল হাসান মোড়ল, পরিবারের পক্ষে মামুল সিরাজুল আলম ও সরাফত মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।






Comments are Closed