Main Menu

কাপাসিয়ায় পুলিশের রগ কেটেছে ইয়াবা বিক্রেতা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরের কাপাসিয়ায় পুলিশ কনস্টেবল ইদ্রিস আলীর হাতের রগ কেটেছে ইয়াবা বিক্রেতা সফিকুল ইসলাম। রবিবার রাতে উপজেলার নলগাঁও গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। আহত ইদ্রিছ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

থানার এস আই শাহাজাহান মিয়া জানান, ইয়াবা বিক্রেতা সফিকুলকে ধরতে গেলে সে ও তাঁর সহযোগিরা কনস্টেবলের হাতের রগ কেটে দেয়। এছাড়া মাথায় ও গলায় আঘাত করে। এস আই দুলাল মিয়া বাদী হয়ে সফিকুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সফিকুল গ্রেফতার রয়েছে।

এদিকে সোমবার দুপুরে কাপাসিয়া উপজেলার উত্তর খামের গ্রামে বিদ্যুত স্পৃষ্টে আসাদুজ্জামান (২৮) নামক এক শ্রমিক মারা যায়। সে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চাকডাঙ্গার এলাকার ইসলাম উদ্দিনের ছেলে। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  কর্তব্যরত এর ডা. রেজওয়ানা বিদ্যৃতস্পৃষ্টে মৃত্যু নিশ্চিত করেন।






Comments are Closed