কাপাসিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্রকরে যুবক নিহত ১ জন গ্রেফতার
কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি) : কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক যুবক নিহত হয়েছে। নিহত মামুন (১৮) আড়াল গ্রামে নানার বাড়িতে থাকতেন। শাওন বর্মনকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয়সুত্রে জানা যায়, ৮ জুন শুক্রবার বিকালে মামুন প্রতিদিনের মত ক্রিকেট খেলতে যায় খেলায় মরিয়ম ফাউন্ডেশনের কর্মচারি শাওন বর্মনের সাথে ঝগড়া হয়। সন্ধায় খেলা শেষে বাড়িতে যাবার পর তাকে ফোনে আড়াল বাজার মনির ব্রিক্স ফিল্ডে আসার কথা বলে। মামুন এখানে আসলে পিছন দিয়ে শাওন বর্মন (১৮) তাকে ছুরি দিয়ে আঘাতে মৃত্যু হয়।
স্থানীয় মেম্বার আলমগীর হোসেন ফরায়েজী জানান, আমি নিহতের ঘটনাটি সন্ধার পর শুনেছি। মামুন নিহত হয়েছে সে নানার বাড়িতেই বড় হয়েছে। শাওনকে পুলিশ গ্রেফতার করেছে।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার নাদিম জানান, আড়াল গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় শাওন কে গ্রেফতা করা হয়েছে। সে আড়াল গ্রামের মৃত পরিদাস বর্মনের ছেলে।
কাপাসিয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক মো: দুলাল মিয়া জানান, সন্ধা ৬.৩০ টার দিকে আড়াল বাজার এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মামুন নিহত হয়েছে। নিহতের ঘটনায় শাওন কে গ্রেফতার করা হয়েছে।
Comments are Closed