কাপাসিয়ায় নারী ইউপি সদস্যদের প্রশিক্ষণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি )ঃ কাপাসিয়া উপজেলা প্রশাসন আয়োজনে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যদের দিনব্যাপি গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারিদের অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা প্রশিক্ষণের উপজেলা পরিষদ সভাকক্ষে ২১ মে সোমবার দুপুর ২টায় এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার ডেইজী,জেলা ফেসিলিটেটর জিল্লুর রহমান, সমন্বয়কারি ফজিলাতুন নেছা, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাখাওয়াত হোসেন প্রধান, মাহবুবুল আলম মোড়ল, উপজেলা সমন্বয়কারি সাইদুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম বলেন, কাপাসিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলার দূর্গাপুর, কড়িহাতা, সিংহশ্রী, চাঁদপুর, টোক ও রায়েদ ইউনিয়নে এসব কার্যক্রম রয়েছে এবং আরো দুটি ইউনিয়ন খুব শীগ্রই। জিল্লুর রহমান বলেন, ইউপি সদস্যদের গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণ এবং ফোজদারি ও দেওয়ানী মামলা বিষয়সহ সংশ্লিষ্ঠ আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Comments are Closed