Main Menu

কাপাসিয়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিকসহ গরু নিহত

কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া উপজেলা শালদৈ গ্রামের মাদুলি বিলে বজ্রপাতে ধান কাটা শ্রমিক মমিনুল ইসলাম (৩৭)নিহত হয়। বজ্রপাতে একই দিন উপজেলা সদর ইউনিয়ন খোদাদিয়া গ্রামের কৃষক শফিকুল ইসলামের ষাট হাজার টাকা মূল্যের ষাঁড় গরু নিহত হয়। ৯ এপ্রিল বুধবার বিকাল ২ টার দিকে এসব ঘটনা  ঘটে।
নিহত মমিনুল ইসলাম কুড়িগ্রাম জেলার কসাকাটা থানার সবারকুটি গ্রামের হাছানুল ইসলামের ছেলে। নিহতের বাগিনা আলমগীর হোসেন বলেন, মমিনুলের বউ গর্ভবতী। তাঁর এগারো বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম জানান, বজ্রপাতে মাদুলি বিলে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। কে বা কার বাড়ীতে কাজ করছিলো তা জানা যায়নি। ইউএনও মো. মাকছুদুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মমিনুল ও তাঁর সহযোগিরা কাপাসিয়া উপজেলার বিভিন্ন গ্রামে বিঘা প্রতি ছয় হাজার টাকা চুক্তিতে ধান কাটা কাজ করেন বলে জানান স্থানীয়রা।






Comments are Closed