Main Menu

জাল টাকা ও সরঞ্জাম- কাপাসিয়ায় বিদেশি নাগরিকসহ গ্রেফতার চার

কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার তঁরগাও ইউনিয়ন মৈশন গ্রামের মিয়ার বাজার থেকে জাল টাকা ও সরঞ্জামসহ দুই বিদেশি নাগরিক ও স্থানীয় দুই যুবককে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। ৭ মে সোমবার দুপুর সারে বারোটার দিকে এক লক্ষ দুই হাজার টাকা ও সরঞ্জামসহ তাদেঁর আটক করা হয়।
আটককৃতরা হলো, নাইজেরিয়ান মি. কে ডি (৫০), অজ্ঞাতনামা নারী (৪২), উপজেলার মৈশন গ্রামের সোলায়মানের ছেলে আলমগীর হোসেন (৩৭), তাঁর আরেক ছেলে সোহান ( ২৮)।
মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধুরী রোকজু জানান, বাজার সংলগ্ন রাস্তায় বিদেশি নাগরিকসহ কয়েকজন হট্রগোল মারামারি করছে দেখে স্থানীয় লোকজন কাপাসিয়া থানায় খবর দেয়। পুলিশ এসে হট্রগোলকারিদের থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার এস আই শাহজাহান মিয়া বলেন, দুই বিদেশিসহ চারজনকে গ্রেফতার করেছি, বিদেশি দুজনের নাম জানা যায়নি। এ ঘটনায় একটি প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো গ ২৭-৭৮৯৪) আটক করা হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এক লক্ষ দুই হাজার জাল টাকা ও সরঞ্জামসহ নাইজেরিয়ান দুই নাগরিক ও স্থানীয় দুইজনকে আটক করা হয়। মামলা পক্রিয়াধীন।






Comments are Closed