Main Menu

কাপাসিয়ায় ১২ শিক্ষার্থী সৃজণশীল মেধা অন্বেষনে

কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধিঃ
উপজেলা প্রশাসন উদ্যোগে সৃজণশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় কাপাসিয়ার ১২ শিক্ষার্থী  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়। ৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিব হাসান এ তথ্য নিশ্চিত করে।

ভাষা ও সাহিত্যে নওশীন তাবাস্সুম, মাহিম, শ্রাবন, ইসরাত জাহান রিফা, পদার্থ রসায়ণ ও জীব বিজ্ঞানে পায়েল দাস, রিমু আখতার, ফয়সাল আহমেদ, গণিত ও কম্পিউটারে ইসরাত জাহান লামিয়া, মেহেদী হাসান, তুহিন হোসেন, বাংলাদেশ স্টাডিজ  ও মুক্তিযুদ্ধ বিষয়ে আইরিন মিম, রুবাইয়া লাবন্য, সালমা আখতার নির্বাচিত হয়।

কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন প্রভাষক রোজি আখতার, প্রভাষক কাজী মাহবুব আলম, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক মো. শরীফ উদ্দিন প্রমুখ।






Comments are Closed