রানীগঞ্জ আদর্শ লাইব্রেরী এন্ড আইটি সেবা সেন্টারের উদ্বোধন
সাইদুল ইসলাম রনি,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের কাপাসিয়ায় রানীগঞ্জ আদর্শ লাইব্রেরী এন্ড আইটি সেবা সেন্টারের ২ এপ্রিল সোমবার রাতে উদ্বোধন হয়েছে।
রানীগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আইবুর রহমানের দোয়া ও মিল্লাদ পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটের সদস্য সচিব সাংবাদিক মন্ঞ্জরুল হক, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম, সাংবাদিক শরীফ সিকদার, সাবেক মেম্বার আবুল হোসেন, রানীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সহ সভাপতি ওসমান মিয়া, সম্মানিত সদস্য রুবেল মাহমুদ (বিশাল), ব্যাবসায়ী চাঁন মিয়া, আরিফ, লুৎফর ও পেপার বি্েক্রতা ধিরেন্দ্র নাথ (ধিরু) সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
রানীগঞ্জ আদর্শ লাইব্রেরী এন্ড আইটি সেবা সেন্টারের পরিচালক সাংবাদিক সাইদুল ইসলাম রনি জানান, এখান থেকে এলাকার মানুষের মাঝে পরিক্ষার রেজাল্ট, ই-মেইল, অনলাইনে ভর্তি, চাকুরীর আবেদনসহ সকলপ্রকার আইটি সেবা দেওয়া হবে এবং স্কুল, মাদ্রাসা ও কলেজের সকল প্রকার বই, খাতা, কলম সরবরাহ করা হবে।
Comments are Closed