যক্ষ্মা দিবসে গাজীপুরে র্যালী ও আলোচনা সভা
গাজীপুর প্রতিনিধি : ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সিভিল সার্জনের নের্তৃত্বে র্যালীটি জেলা শহরের রাজবাড়ি সড়ক হয়ে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে গাজীপুর স্বাস্থ্য বিভাগ, এনজিও ব্র্যাক ও নাটাবের উদ্যোগে সিভিল সার্জন ডা: সৈয়দ মো: মনজুরুল হকের নের্তৃত্ত্বে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে সিভিল সার্জন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন ডা: মো: আমির হোসেন রাহাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (টিবি) ডাঃ মাহমুদা আখতার, ব্র্যাক জেলা ম্যানেজার মো: সাখাওয়াত হোসেন আখন্দ, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি(নাটাব) জেলা সেক্রেটারী সাংবাদিক মো: বেলাল হোসেন, পিও মো: ফজলুল আহসান মৃধা ও ইপিআই সুপার(ভারপ্রাপ্ত) মো: আমজাদ হোসেন। সভায় বক্তারা যক্ষ¥া ঝুঁকি থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত চিকিৎসা গ্রহনের আহবান জানান।
Comments are Closed