Main Menu

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুরে বিএনপি’র গণ-অনশন

গাজীপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মোঃ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান, যুবদল নেতা প্রভাষক বশির উদ্দিন, বশির আহমেদ বাচ্চু, বিএনপি নেতা কাজী মাহবুবুল আলম গোলাপ, আনোয়ারুল ইসলাম, আব্দুল মোতালেব, শাখাওয়াত হোসেন সেলিম, সাবেক ছাত্রদল নেতা হুমায়ূন কবীর রাজু, আনোয়ারা বেগম, গুলনাহার বেগম, হারুনুর রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

গণ-অনশন কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা জানান, বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নি:শর্ত মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কেন্দ্রের নির্দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।






Comments are Closed