শ্রীপুরে গাড়ি চাকায় পিষ্ট দেহাবশেষ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একাধিক গাড়ির চাপায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি দেহাবশেষ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে দেহাবশেষটি উদ্ধার করা হয়।
নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। তবে মাথার চুল দেখে লাশটি নারীর হতে পারে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ওসি মো: দেলোয়ার হুসাইন ও স্থানীয়রা জানান, গত রাতের কোন এক সময় এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপা পড়ে তার মৃত্যু হয়। পরে তার উপর দিয়ে একাধিক গাড়ি চলে যাওয়ায় নিহতের দেহটি কিছু অংশ সড়কে পিসে ও ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে সকালে দেহের অবশিষ্ট অংশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাথার চুল দেখে লাশটি নারীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
« দখল-দূষণে মৃতপ্রায় শ্রীপুরের খালগুলো (Previous News)
(Next News) সাজিদের মরদেহ দেখতে ভালুকা পাইলট স্কুলে গন মানুষের ঢল »
Comments are Closed